ইআইআইএন : ১২৫৯৮৩, বিদ্যালয় কোড : ৭৩০০

টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়

⦿ শিক্ষা ⦿ শৃঙ্খলা ⦿ সেবা

মোবাইলঃ০১৭১৯৪২১৬০৯

Email: tepablhs65@gmail.com

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছর পূর্তি

ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী

শিক্ষা একটি নান্দনিক ও ধ্রুপদীধারার নির্মাণমুখী প্রক্রিয়া যাতে মানবকুসুমকে প্রস্ফুটিত করে পূর্ণতা দিতে হয়। এ মহান ব্রতে প্রয়োজন হয় দক্ষ নির্মাণশিল্পী আর বিকাশ-বান্ধব সুস্থির পরিবেশের। তবেই মানভকুসুম পূর্ণতা পেয়ে মনুষ্যত্বের অমূল্য উপাদানে শোভিত হয় জীবন মালঞ্চে। নদীমাতৃক সৌন্দর্যে কুল কুল বহমান ডাকাতিয়ার তীরে আপন প্রতিষ্ঠায় চারদিক বিমোহিত করে গড়ে উঠা পুরানবাজার ডিগ্রি কলেজ শিক্ষার তেমনই এক সর্বানুকুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যাতে সুন্দর ও সুস্থির পরিবেশে দক্ষ ও ব্রতি শিক্ষকের সমৃদ্ধ পাঠদানে প্রস্ফুটিত হয় শিক্ষার্থীর জীবনকুসুম। কেবলমাত্র পরীক্ষার্থী কিংবা সনদধারী মেধাবী নয়, এ বিদ্যায়তন কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তোলে দেশপ্রেম ও মানবিকবোধ সম্পন্ন নাগরিক হিসেবে যারা শিক্ষা সমাপনে রাষ্ট্রের মহামূল্যবান সম্পদে পরিণত হয়। অন্তর্লোকে নৈতিকতা ও মূল্যবোধের উদ্বোধনে মননশীল ও সৃজনশীল আদর্শ প্রজন্ম নির্মাণে পুরানবাজার ডিগ্রি কলেজ প্রয়াসে অকুন্ঠ ও নিবেদিতপ্রাণ। আজ যারা উচ্চ শিক্ষার মহাস্রোতে জীবনতরী ভাসাতে স্থিরলক্ষ্য হয়েছো, তোমরা ও তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকমন্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে এগিয়ে নেওয়ার জন্যে পুরানবাজার ডিগ্রি কলেজ তোমাদের হাতছানী দিয়ে ডাকছে নিরন্তর। তোমাদের দৃপ্ত পদচারণায় মুখরিত হউক এ কলেজ প্রাঙ্গন, মুখরিত হোক যাযাবর স্মৃতি ভবন, বাদামতরু, রবীন্দ্র নজরুল চত্বর আর চেতনায় প্রদীপ্ত হোক শহীদ মিনারের পূণ্য বেদী। কলেজের সাত মার্চ চত্বর তোমাদের বিমোহিত করুক ইতিহাসের রোমাঞ্চ জাগিয়ে। নদী ও নিসর্গ শোভায় তোমাদের শিক্ষা হোক কালজয়ী। তোমাদের অনাগত সাফল্যে পুরানবাজার ডিগ্রি কলেজ হয়ে উঠুক গর্বিত জননীর মত দ্মুতিময়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হোক।

মোঃ রেজাউল করিম

প্রধান শিক্ষক

শিক্ষা মানুষের অধিকার। দক্ষ, আদর্শ ও যুগোপযোগী মানব সম্পদ তৈরীতে পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে, তারা দক্ষ ও আদর্শ মানব সম্পদে পরিণত হয়ে দেশকে সম্পদশালী, দুর্ণীতি ও মাদকমুক্ত আদর্শ রাষ্টে পরিনত করতে পারে। যে রাষ্ট্রে থাকবেনা কোন অন্যায়, অনিয়ম ও অবিচার। পুলিশ ও জেলখানার প্রয়োজনীয়তা ক্রমাগত হ্রাস পাবে। বিদ্যালয় হবে সত্যিকার মানুষ গড়ার কারখানা। এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার আবশ্যক। শিক্ষার্থীদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে অবশ্যই দক্ষ, মেধাবী, দেশপ্রেমী ও আদর্শবান শিক্ষকের প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

আমাদের প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৬৫ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের নিকট একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেয়ার অঙ্গীকার দিয়ে টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয় কার্যক্রম শুরু করে। ছাত্র-ছাত্রীদেরকে পাঠ্যসূচির পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করে জাতির জন্য একজন আদর্শ ও যোগ্য নাগরিক তৈরির উপযোগী পাঠ্যসূচী প্রণয়ন করে শিক্ষা দেয়ার ব্যবস্থা করেছে টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়। আমাদের প্রিয় জন্মভূমি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অভিভাবকদের আকাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। এ উপলব্ধি করে কয়েকজন তরুণ দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে বর্তমান সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার চিন্তা করে। যার ফসল আজকের টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়।

আরো পড়ুন

ফটো গ্যালারি

ভিডিও গ্যালারি